বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
নতুন ভাবনার দীপ্তি নিয়ে যাত্রা শুরু করল একদল উদ্যমী তরুণ। নিজেদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার তাদের। এই প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির বিশেষ ওরিয়েন্টেশন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু একটি চিহ্ন বা প্রতীক নয়, লোগো এমন একটি বার্তা; যার মধ্যে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন বিদ্যমান।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো সামার সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠান। রোববার (২২ জুন) পূর্বাচলের আমেরিকান সিটি ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।