মহাখালীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মহাখালীর আমবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বন্ধু রাফি (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে ৷ মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন।