Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত সরফরাজের ভাই মুশির খান

সড়ক দুর্ঘটনায় আহত সরফরাজের ভাই মুশির খান

কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারত টেস্ট দলের ব্যাটার সরফরাজ খানের ছোট বাই মুশির খান। আজ খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

১ অক্টোবর থেকে শুরু ইরানি কাপে খেলতে বাবা ও কোচ নওশাদ খানের সঙ্গে লক্ষ্ণৌ যাচ্ছিলেন মুশির। এ সময় দুর্ঘটনায় পড়েন তিনি। শারীরিকভাবে বেশ আহত হয়েছেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিনার। ভেঙেছে ঘাড়। চোটে পড়ায় তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন মুশির। খেলা হবে না ইরানি কাপে। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির বেশ কয়েকটি ম্যাচও হাতছাড়া হয়ে গেল তাঁর। 

১-৫ অক্টোবর লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ইরানি কাপে খেলার কথা ছিল মুশিরের। টাইমস অব ইন্ডিয়া’কে এক সূত্র বলেছেন, ‘ইরানি কাপ খেলতে সে (মুশির) মুম্বাইয়ের হয়ে লক্ষ্ণৌ সফরে যেতে পারবেন না।’ 

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মুশির। দলীপ ট্রফিতে ভারত ‘সি’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দেওয়া এই ব্যাটার মুম্বাইয়ের হয়ে মাত্র ৯ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৫১.১৪ গড়ে করেন ৭১৬ রান। 

ভারতের হয়ে এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন মুশির। টুর্নামেন্টে সাত ম্যাচে ২ সেঞ্চুরিতে করেন ৩৬০ রান। দারুণ এই ফর্ম দেখানোর পুরস্কারও পেতে যাচ্ছিলেন তিনি। ভারত ‘এ’ দলের হয়ে এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আশায় ছিলেন মুশির। কিন্তু তাঁর সেই ছায়া সফর এখন পড়ে গেল শঙ্কায়। মুশিরের দুর্ঘটনা নিয়ে আপাতত আনুষ্ঠানিকভাবে বেশি কিছু জানায়নি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। 

মুশিরের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তাঁর ভাই ২৬ বছর বয়সী সরফরাজ ভারতের হয়ে ৩টি টেস্ট খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত