‘পুলিশের গায়ে হাত পড়লে সেই হাত আস্ত থাকবে না’
আপনারা সেই ’১৩, ’১৪ ও ’১৫ সালের পুলিশ আমাদের মনে করবেন না। সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, আমাদের পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না। আমরা আইনের মাধ্যমে সেই হাতের বিচার করব। সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমাদের সহজ-সরল মানসিকতার যদি কেউ জটিল করে নিতে চায়, তাদের প্রতিও আমাদের সতর্কতা