Ajker Patrika

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন

চট্টগ্রামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষ হয়েছে। এতে ২০২৩-২০২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক মিয়া আলতাফ।

গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন।

বক্তব্য দেন ফটো সাংবাদিক মোরশেদ আলম, দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিএনএ নিউজের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক দেশ বর্তমানের ফটো সাংবাদিক মো. হানিফ, দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক জায়েদ তালুকদার, চট্টলার খবরের ফটো সাংবাদিক ফয়সল এলাহী প্রমুখ।

নির্বাচিতরা হলেন–দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি দৈনিক সমকালের ফটো সাংবাদিক মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক মিয়া আলতাফ, যুগ্ম সম্পাদক ফটো সাংবাদিক গোলাম মর্তুজা আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক কর্ণফুলীর ফটো সাংবাদিক মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ফটো সাংবাদিক হেলাল সিকদার, সহ অর্থসম্পাদক দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সাইদুল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়াদিগন্তের ফটো সাংবাদিক আখতার হোসাইন, সহ প্রচার সম্পাদক ফটো সাংবাদিক ইব্রাহীম মুরাদ, অফিস সম্পাদক দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক এম হায়দার আলী, প্রদর্শনী সম্পাদক দৈনিক বিজনেস স্ট্যান্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু, সহ প্রদর্শনী সম্পাদক দৈনিক কালবেলার ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন, নির্বাহী সদস্যরা হলেন–দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমল হোসেন, দৈনিক নয়া বাংলার ফটো সাংবাদিক এম এ হান্নান কাজল, দৈনিক বণিক বার্তার ফটো সাংবাদিক আজিম অনন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত