সংকট ভাতের হোটেলের, মিলছে না কোমল পানীয়ও
রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের দায়িত্বে থাকা আজিজ জানান, ‘দুপুর ১২টার মধ্যে ভাত-তরকারি শেষ হয়ে গেছিল। তারপর আরেক দফায় ভাত-তরকারি আনা হয়েছে, সেগুলোও শেষ হয়ে গেছে। এখন বিরিয়ানি, মোরগ পোলাও আর তেহারি দিয়ে কাস্টমারের চাপ সামলাইতেছি।’