মমেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে পাঁচজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় আটজন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনার চারজন, জামালপুরের দুইজন ও কিশোরগঞ্জের একজন রয়েছে।