Ajker Patrika

ডেঙ্গু রোগী ৮ হাজার ছাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১: ৪৭
ডেঙ্গু রোগী ৮ হাজার ছাড়ল

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট হাজারের অধিক আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ২৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৯১ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৮ হাজার ৪১ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৩৬ জন। গত শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় ছিল ২৭৮ জন। এর আগেরদিন শনাক্ত হয়েছিলেন ২২১ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন।
 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজনসহ মোট ৮২ জন সরকারি–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮১ জন। আর বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ১৭৭ জন। যা আগেরদিন ভর্তি হয়েছিল ১৭৬ জন।
 
রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ২১৮ জন। যা আগেরদিন ছিল এক হাজার ২০৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১৩১ জন। আগেরদিন ছিল এক হাজার ১১৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত