বার্ষিক বেতনে সবার ওপরে নেইমার
২০১৭ সালে দলবদলের বাজারে নতুন রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যান নেইমার। নেইমারের কাছ থেকে প্রত্যাশিত ফল না পেলেও এখনো পিএসজির সবচেয়ে বেশি বেতনধারী খেলোয়াড় তিনি। শুধু পিএসজিরই নন, নেইমার বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারও বটে।