Ajker Patrika

‘মেসি ছাড়া সবাই রোনালদোর টাকা ও সিক্স প্যাককে হিংসা করে’

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৯: ৩০
‘মেসি ছাড়া সবাই রোনালদোর টাকা ও সিক্স প্যাককে হিংসা করে’

ইটটা তিনিই প্রথমে ছুড়েছিলেন। জবাবে পাটকেল হিসেবে ‘হিংসুটে’ উপাধি পেয়েছেন সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে। জবাবটা গায়ে না মেখে রুনি করেছেন দারুণ এক উত্তর। 

হারানো সুদিন ফেরানোর স্বপ্ন দেখিয়ে এই মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন রোনালদো। শুরুটা আশা জাগানিয়া হলেও ধীরে ধীরে রোনালদোকে ঘিরে স্বপ্নটা বর্ণহীন হতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের। প্রত্যাবর্তনের মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত করেছেন ১৮ গোল। 

গোল পাচ্ছেন ঠিকই, কিন্তু দলে রোনালদোর ভূমিকা নিয়ে আছে প্রশ্ন। গোলের লোভে সতীর্থদের তেমন সহায়তা করেন না বলে অভিযোগ আছে ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে নিয়ে। ম্যানইউ পড়ে আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। এবারের লিগে যে অবস্থা রেড ডেভিলদের, তাতে আগামীবার ইউরোপা লিগে খেলা নিয়ে রয়েছে সংশয়! 

 ৩৭ বছর বয়সী রোনালদোর এই প্রত্যাবর্তন এবার কোনো কাজেই আসেনি বলে মন্তব্য করেছিলেন তারই সাবেক সতীর্থ রুনি। পাল্টা জবাবে ইনস্টাগ্রামে রুনিকে হিংসুটে বলেছিলেন রোনালদো। 

বন্ধু ও সাবেক সতীর্থের এমন মন্তব্য শুনে শুধু হেসেছেন রুনি। রোনালদোর জবাব নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করতেই সাবেক ম্যানচেস্টার তারকার জবাব, ‘আমার মনে হয় না এমন কোনো ফুটবলার আছে যে ক্রিস্টিয়ানোকে হিংসা করে না। তার যে ক্যারিয়ার, এত ট্রফি সে জিতেছে, তার এত কামাই...এমনকি সিক্স প্যাক। শুধু মেসি ছাড়া আর সবাই তাঁকে হিংসা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত