এ যেন বইয়ের জগৎ
একটার ওপর একটা বই থরে থরে সাজিয়ে তৈরি করা হয়েছে প্রবেশদ্বারের পিলার! এর নিচ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে চোখে পড়বে একটি শহীদ মিনার। দেখলে মনে হবে, বই খুলে রাখা হয়েছে পড়ার জন্য। পাশেই গড়ে তোলা হয়েছে বই আর কলম দিয়ে তৈরি হৃদয় পুস্তক চত্বর। দেয়ালেও আছে বইয়ের প্রচ্ছদ। মনে হবে—এ যেন এক বইয়ের জগৎ।