পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তে ঢল নেমেছিল। হামলার খবর গুজব।
আজ শনিবার দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), তিস্তা–২,৬১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন।
এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ওপর কখনো কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই সে ক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিজিবি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত।’
মেজর এ এফ এম জুলকার নাঈন আরও বলেন, ‘হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো ধর্মের যাঁরা রয়েছে, আমরা সকলেই বাংলাদেশি। সবার নিরাপত্তা প্রদান গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি ক্যাম্পসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই।’
পুলিশসহ প্রশাসনকেও সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি। এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে হাতীবান্ধা সীমান্তে হিন্দু ধর্মাবলম্বীদের জড়ো হওয়ার ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ সম্মেলন করেছে।
আজ বিকেলে উপজেলার গোতামারী (ডিএনএসসি) উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ উপজেলার উত্তর গোতামারী শ্মশানঘাট গ্রাম সীমান্তে হঠাৎ করে মাঝবয়সী ৫০ হতে ৬০ জন ছেলে জড়ো হন। পরে সংবাদ পেয়ে বিজিবির দইখাওয়া বিজিবি কমান্ডার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় তাদের বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে আসার চেষ্টা করে। ক্রমান্বয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা এবং পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ও জেলা থেকে ৫০০ থেকে ৬০০ জন হিন্দু ধর্মাবলম্বী লোকজন অল্প সময়ে সীমান্তে জড়ো হতে শুরু করে। তাঁদের মধ্যে ২০০ থেকে আড়াই শ জন লোক ওই সীমান্তের শূন্য লাইনের খরপো নদীতে অবস্থান নেন। এ সময় বিজিবি জনবল বৃদ্ধি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিকে সঙ্গে নিয়ে আগত লোকজন যেন শূন্য লাইন অতিক্রম না করে সে বিষয়টি তাঁদের বোঝানো হয়। সরকার পতনের পর লালমনিরহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজর রাখছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক। তাঁরা আমাদের ভাই ও বোন। তাঁদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
লালমনিরহাটের কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তে ঢল নেমেছিল। হামলার খবর গুজব।
আজ শনিবার দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), তিস্তা–২,৬১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন।
এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ওপর কখনো কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই সে ক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিজিবি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত।’
মেজর এ এফ এম জুলকার নাঈন আরও বলেন, ‘হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো ধর্মের যাঁরা রয়েছে, আমরা সকলেই বাংলাদেশি। সবার নিরাপত্তা প্রদান গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি ক্যাম্পসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই।’
পুলিশসহ প্রশাসনকেও সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি। এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে হাতীবান্ধা সীমান্তে হিন্দু ধর্মাবলম্বীদের জড়ো হওয়ার ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ সম্মেলন করেছে।
আজ বিকেলে উপজেলার গোতামারী (ডিএনএসসি) উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ উপজেলার উত্তর গোতামারী শ্মশানঘাট গ্রাম সীমান্তে হঠাৎ করে মাঝবয়সী ৫০ হতে ৬০ জন ছেলে জড়ো হন। পরে সংবাদ পেয়ে বিজিবির দইখাওয়া বিজিবি কমান্ডার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় তাদের বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে আসার চেষ্টা করে। ক্রমান্বয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা এবং পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ও জেলা থেকে ৫০০ থেকে ৬০০ জন হিন্দু ধর্মাবলম্বী লোকজন অল্প সময়ে সীমান্তে জড়ো হতে শুরু করে। তাঁদের মধ্যে ২০০ থেকে আড়াই শ জন লোক ওই সীমান্তের শূন্য লাইনের খরপো নদীতে অবস্থান নেন। এ সময় বিজিবি জনবল বৃদ্ধি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিকে সঙ্গে নিয়ে আগত লোকজন যেন শূন্য লাইন অতিক্রম না করে সে বিষয়টি তাঁদের বোঝানো হয়। সরকার পতনের পর লালমনিরহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজর রাখছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক। তাঁরা আমাদের ভাই ও বোন। তাঁদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে