নোবেল পুরস্কারের টাকায় বাড়ি কেনা, বউ তালাক— আরও যা করেছিলেন বিজয়ীরা
প্রাইজ মানি হিসেবে পাওয়া আক্ষরিক অর্থেই কোটি কোটি টাকা কী করেন নোবেল পুরস্কার বিজয়ী সেরাদের সেরা মানুষগুলো? প্রশ্নটি নিশ্চয়ই মাথায় ঘুরপাক খায় অনেকের। স্বাভাবিক বিষয়। নোবেল লরিয়েটদের তো আর নুন আনতে পান্তা ফুরায় না। অর্থ, সম্মান, খ্যাতি সবই আছে তাঁদের। তার ওপর পুরস্কারের কাড়ি কাড়ি টাকা! প্রশ্নটা মাথায়