এক মাসে ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি
চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন ধরনের গাড়ি, কসমেটিকস সামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য।