Ajker Patrika

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার ৪ 

প্রতিনিধি, ঝিনাইদহ
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার ৪ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ শুক্রবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তাঁর মেয়ে আছিয়া (৮)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন। এরই ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

খালিশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত