বাঘায় বিজিবির হাতে নৌকাসহ ভারতীয় চিনি-চাল কীটনাশক জব্দ
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী আলাইপুরে নদীপথে ভারত থেকে দেশে আনার সময় নৌকাসহ চোরাই পণ্য চিনি, চাল ও কীটনাশক জব্দ করেছেন বিজিবি ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের মানিকেরচর এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।