থানচিতে ফের ৭ একর খেতের পপি পুড়িয়ে ধ্বংস
বান্দরবানে থানচির গভীর বনে ৭ একর পাহাড়ি জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের আময় ম্রো কারবারী পাড়া এলাকায় এসব খেত পুড়িয়ে ধ্বংস করা হয়। গত ১৭ ও ২ ফেব্রুয়ারি এবং ২৪ জানুয়ারি একই এলাকা অভিযান চালানো হয়। সব মিলিয়ে ৪ দফা অভিযা