কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লার কাবিলা বাজার থেকে ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।