বাংলাদেশ থেকে গত বছর ৫ কোটি ৩০ লাখ ডলারের সুপারি কিনেছে ভারত
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মিয়ানমার থেকে ভারতের সুপারি আমদানিতে নজরকাড়া বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, ঐতিহ্যগত রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে আমদানিতে বড় ধস নেমেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার লোকসভায় সরকারি উপাত্ত তুলে ধরে এই তথ্য জানিয়েছেন ভারত