পিএসজিতে লম্বা সময় খেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি এমবাপ্পে-নেইমার, এবার কী বলছেন তাঁরা
শেষ বাঁশি বাঁজার পর আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উদযাপন শুরু। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে পুরো পিএসজি দলই হয়ে পড়ে আবেগপ্রবণ।গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, ডিফেন্ডার আশরাফ হাকিমিসহ অনেকেই ছিলেন অশ্রুসিক্ত। এ অশ্রু কান্নার নয়, এটা যে আনন্দের।