নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হয় ভেন্যু। জাতীয় স্টেডিয়ামে মাঠের ডিজাইনের কাজ চলমান। তাই কাদা মাঠ নষ্ট না করে বসুন্ধরার কিংসের অনুশীলন গ্রাউন্ডে হয় অনুশীলন। হামজা চৌধুরী, শমিত শোমকে ছাড়া ২৪ ফুটবলারকে নিয়ে আজ ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা।
সেখানে বাড়তি নজর ছিলেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়। সেই ফাহামিদুল নিজেকে প্রমাণ করার জন্য পেয়েছেন আরেকটি সুযোগ। তাঁকে আগের চেয়ে বেশি পরিণত বলে মনে হচ্ছে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘ফাহামিদুল অবশ্যই মেধাবী খেলোয়াড়। ওই সময় সে সৌদি আরবে খুব কম সময় পেয়েছে। এখনকার ফাহামিদুল আমার এবং কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে যে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। দেখা যাক, সে কীভাবে নিজেকে মেলে ধরতে পারে।’
ফাহামিদুলকে অবশ্য প্রবাসী বলতে নারাজ ডিফেন্ডার ইসা ফয়সাল, ‘ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে। সে আমাদের মতোই মিশুক। সে যে প্রবাসী, সেটা আমি বলব না। সে বাংলাদেশি খেলোয়াড়, সেটাই বড় কথা।’
সিঙ্গাপুর ম্যাচ ঘিরে অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন সমর্থকেরা। টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই গ্যালারিতে সমর্থনের কমতি থাকবে না। টিম মিটিংয়ে এসব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন রহমত মিয়া। তিনি বলেন, ‘সমর্থকেরা আমাদের যে সমর্থন দিচ্ছেন, তাঁদের প্রত্যাশাও অনেক উঁচুতে, আমাদের একটা মিটিং হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আগের মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের চাওয়াটা এক জায়গায় নেই। মানুষ, আরও প্রত্যাশা করছে, বেশি চাচ্ছে। আমাদের সবাই আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ ভালো কিছু করার, নিজের জায়গা থেকে যতটুকু মান উন্নত করা যায়, সেই চেষ্টা করবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য সবাই উজ্জীবিত। হাসান বলেন, ‘হাভিয়ের যেটা করে, দলে কার কী দায়িত্ব, আগে কে কী করেছে, কী করা যেত—এগুলোর সঙ্গে একটি অনুপ্রাণিত করার বার্তা দেয়। সবাইকে উজ্জীবিত করার জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য। সামনে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই, সব মিলিয়ে ফুটবল নিয়ে যে আবহ চারদিকে তৈরি হয়েছে, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
প্রথমে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হয় ভেন্যু। জাতীয় স্টেডিয়ামে মাঠের ডিজাইনের কাজ চলমান। তাই কাদা মাঠ নষ্ট না করে বসুন্ধরার কিংসের অনুশীলন গ্রাউন্ডে হয় অনুশীলন। হামজা চৌধুরী, শমিত শোমকে ছাড়া ২৪ ফুটবলারকে নিয়ে আজ ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা।
সেখানে বাড়তি নজর ছিলেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়। সেই ফাহামিদুল নিজেকে প্রমাণ করার জন্য পেয়েছেন আরেকটি সুযোগ। তাঁকে আগের চেয়ে বেশি পরিণত বলে মনে হচ্ছে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘ফাহামিদুল অবশ্যই মেধাবী খেলোয়াড়। ওই সময় সে সৌদি আরবে খুব কম সময় পেয়েছে। এখনকার ফাহামিদুল আমার এবং কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে যে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। দেখা যাক, সে কীভাবে নিজেকে মেলে ধরতে পারে।’
ফাহামিদুলকে অবশ্য প্রবাসী বলতে নারাজ ডিফেন্ডার ইসা ফয়সাল, ‘ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে। সে আমাদের মতোই মিশুক। সে যে প্রবাসী, সেটা আমি বলব না। সে বাংলাদেশি খেলোয়াড়, সেটাই বড় কথা।’
সিঙ্গাপুর ম্যাচ ঘিরে অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন সমর্থকেরা। টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই গ্যালারিতে সমর্থনের কমতি থাকবে না। টিম মিটিংয়ে এসব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন রহমত মিয়া। তিনি বলেন, ‘সমর্থকেরা আমাদের যে সমর্থন দিচ্ছেন, তাঁদের প্রত্যাশাও অনেক উঁচুতে, আমাদের একটা মিটিং হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আগের মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের চাওয়াটা এক জায়গায় নেই। মানুষ, আরও প্রত্যাশা করছে, বেশি চাচ্ছে। আমাদের সবাই আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ ভালো কিছু করার, নিজের জায়গা থেকে যতটুকু মান উন্নত করা যায়, সেই চেষ্টা করবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য সবাই উজ্জীবিত। হাসান বলেন, ‘হাভিয়ের যেটা করে, দলে কার কী দায়িত্ব, আগে কে কী করেছে, কী করা যেত—এগুলোর সঙ্গে একটি অনুপ্রাণিত করার বার্তা দেয়। সবাইকে উজ্জীবিত করার জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য। সামনে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই, সব মিলিয়ে ফুটবল নিয়ে যে আবহ চারদিকে তৈরি হয়েছে, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫