দিন শুরু নিজামের খাবারে
সকালের আলো না ফুটতেই এক ঝাঁক শালিক এসে জড়ো হয় সড়কের ওপর। তাদের কিচিরমিচিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মনে হবে, কোনো বিশাল সমাবেশের আয়োজন করেছে শালিকের দল। আসলে কিন্তু তা নয়। এটা সকালে খাবারের জন্য জমায়েত। আয়োজক পিরোজপুরের মঠবাড়িয়ার পাখিপ্রেমী মো. নিজাম জমাদ্দার। পাখিগুলো তাঁর অতিথি। এক দিন-দুই দিন ন