Ajker Patrika

শুভ হত্যার বিচার চেয়ে তাঁতি লীগের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৪৩
শুভ হত্যার বিচার চেয়ে তাঁতি লীগের বিক্ষোভ

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর খুনিদের ফাঁসি এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা তাঁতি লীগ। গতকাল সোমবার বেলা ১১টায় সদর রোডে জেলা তাঁতি লীগের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা তাঁতি লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা তাঁতি লীগের নেতা মিজানুর রহমান, শেখ নিয়াজ আহম্মেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাঁরা আর যাই হোক বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেন না, তাঁরা বিএনপি-জামাত মদদপুষ্ট অশুভ চক্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত