পর্যটনে প্রবীণ
আজকের প্রবীণদের অনেকেই যখন অল্পবয়সী ছিলেন, তখন মানুষের অভাব-অনটন, দুঃখ-দুর্দশা ছিল সীমাহীন। খুব কমসংখ্যক মানুষই কম বয়সে শহর-বন্দর, বড় দালানকোঠা, মোটরগাড়ি, রেলগাড়ি দেখেছে। যোগাযোগব্যবস্থা ছিল চরম প্রতিকূল। প্রয়োজন ছাড়া শহরে সাধারণ মানুষের আগমন ছিল সীমিত। জীবিকার জন্য একদল মানুষ এক এলাকা থেকে আরেক এলা