ধানের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক
নেত্রকোনায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ফলনও হয়েছে ভালো। কিন্তু উৎপাদনে যে খরচ হয়েছে সে তুলনায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকেরা। এবার জ্বালানি তেল, সারসহ অন্যান্য উপকরণ বেশি দামে কেনায় উৎপাদন খরচও বেশি হয়েছে। কিন্তু খরচের তুলনায় উৎপাদিত পণ্যের দাম কম।