Ajker Patrika

কারামুক্ত বিএনপির ৭৩ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯: ১৫
কারামুক্ত বিএনপির ৭৩ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭৩ নেতা-কর্মী জামিনে কারাগার থেকে মুক্তি হয়েছেন। পরে দলের পক্ষ থেকে তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে তাঁরা কারাগার থেকে মুক্তি পান। এর আগে মঙ্গলবার তাঁদের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিরা জেলার মদন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মী।

আসামিরা জেলার মদন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। বিএনপির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল হক কিরণ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩১ অক্টোবর দুটি মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। কারাগার থেকে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে আছেন মদন উপজেলা বিএনপির সভাপতি এবং চানগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হেলিম, বিএনপি নেতা সাইফ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব এস এইচ পিকুল প্রমুখ।

পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় গুলিতে বিএনপির দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ৩১ আগস্ট দুপুরে মদনের চানগাঁও শাহপুর ঈদগাহ মাঠে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে জড়ো হন।

সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকেন। এ সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, কনস্টেবল আজিজুল ইসলামসহ আওয়ামী লীগ এবং বিএনপির অন্তত ১৮ জন আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতে থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত বাদী হয়ে সরকারি কাজে বাধা এবং হামলার অভিযোগ এনে মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলমকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৩০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত