অরুণা বিশ্বাসের পরিচালনায় তাঁরা
অরুণা বিশ্বাস প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন। সরকারি অনুদান পাওয়া এ ছবির নাম ‘অসম্ভব’। মানিকগঞ্জের জাবরা গ্রামে এরই মধ্যে ছবির ষাট শতাংশ কাজ শেষ হয়েছে। ‘অসম্ভব’ ছবিতে অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ, স্বাগতা প্রমুখ।