বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন ২’। এ উপলক্ষ্যে ২৮ নভেম্বর, রবিবার বেলা ১২টায় বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দসহ ধারাবাহিকটির পরিচালক নিমা রহমান ও নির্বাহী প্রযোজক তারিক আনাম খান প্রমুখ।পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত
‘গুলশান এভিনিউ সিজন ২’। নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে ৫ দিন বুধ থেকে রবিবার রাত ৮টা ২০মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শিবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না ও আরো অনেকে।
নতুন মেগা ধারাবাহিক নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। দেশ-বিদেশে সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখা যাবে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ -সিজন ২’-এ। গল্পটি খুবই ভালো। আশা করি, পূর্বের মতো এবারো দর্শকের ভালো লাগবে। পূর্বের ‘গুলশান এভিনিউ’-এর শেষ পর্ব বাংলাভিশনে প্রচারিত হয়েছিল ২০১২ সালের শেষ দিকে।’
সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখা যাবে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন ২’-এ। ঢাকার চৌধুরী পরিবার। বনেদিয়ানা যাদের রক্তে। আজও তাদের ঠাটবাট দেখার মতো। ঢাকার উপরমহলের তাবড় তাবড় লোকদের সঙ্গে ওঠাবসা। প্রভাব প্রতিপত্তি আর অর্থ যতই আকাশছোঁয়া হোক, আজও এই পরিবার নিয়ম-নীতিতে সেকেলে। আজও এদের বাড়ির মেয়েরা শিক্ষিত হলেও ঘরের মধ্যে থাকাই তাদের অভ্যাস। অবশ্য ঢাকা শহরের অভিজাত পাড়ায় বিশাল বাড়ির মেয়েরা বন্দী এমনটা ভাবার কোনও মানে নেই।
চৌধুরী বাড়ির বর্তমান কর্তা ফাহিম আহমেদ চৌধুরী। তার এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সে আসলে বেগম ফৌজিয়া বিবির হাতের পুতুল। চৌধুরী পরিবার আর পারিবারিক ব্যবসা চলে ফৌজিয়ার ইশারাতেই। তাঁর ছেলে আফতাব ভালোবাসে অফিসের সামান্য এক কর্মচারী ইলোরাকে। ব্যাপারটা কেলেঙ্কারির দিকে এগোয় তখন আফতাবকে বিয়ে করতে বাধ্য করা হয় রূপসী নৌরিনের সঙ্গে।
যখন নিজের ছেলের উপর সব ভরসা উঠে যাচ্ছে তখন ফাহিম ও ফৌজিয়া আঁকড়ে ধরে চৌধুরী বাড়ির আরেক ছেলে আরহানকে। আরহান ফাহিমের খালাতো ভাইয়ের ছেলে। আরহান বিদেশে থেকে প্রেমে জড়ায় মনিকার সাথে। মনিকার সূত্রেই তার আলাপ হয় রণ নামে একজনের সাথে। তাঁরা সবাই দেশে ফিরে আসে। চৌধুরী বাড়ির মেয়ে আফরিনের সঙ্গে রণ’র একটা টক ঝাল সম্পর্ক তৈরি হয় প্রথম থেকেই।
সামনে আসে চৌধুরী এন্টারপ্রাইজের সলিসিটর গুলাম আর ফৌজিয়ার কলেজ জীবনের সম্পর্ক। ফৌজিয়ার তাকে প্রত্যাখ্যান, অর্থ আর ক্ষমতার লোভে ফাহিমকে বিয়ে। সেই রাগেই গুলাম চায় ফৌজিয়াকে বরবাদ করতে। স্বামীর কাছে প্রত্যাখ্যান পেতে পেতে আর নানান ঘটনার মধ্য দিয়ে শুরু হয় ফৌজিয়া ও নৌরিনের সংঘাত। সেই সংঘাতের মধ্যে দিয়ে সকলের সামনে আসবে ফাহিমের আরেক সন্তানের খবর। তখন কেমন করে বদলে যাবে ফৌজিয়া বেগমের জীবন? তারপর কি হবে? জানা যাবে, নতুন মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ -সিজন ২’-এ।
বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন ২’। এ উপলক্ষ্যে ২৮ নভেম্বর, রবিবার বেলা ১২টায় বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দসহ ধারাবাহিকটির পরিচালক নিমা রহমান ও নির্বাহী প্রযোজক তারিক আনাম খান প্রমুখ।পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত
‘গুলশান এভিনিউ সিজন ২’। নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে ৫ দিন বুধ থেকে রবিবার রাত ৮টা ২০মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শিবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না ও আরো অনেকে।
নতুন মেগা ধারাবাহিক নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। দেশ-বিদেশে সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখা যাবে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ -সিজন ২’-এ। গল্পটি খুবই ভালো। আশা করি, পূর্বের মতো এবারো দর্শকের ভালো লাগবে। পূর্বের ‘গুলশান এভিনিউ’-এর শেষ পর্ব বাংলাভিশনে প্রচারিত হয়েছিল ২০১২ সালের শেষ দিকে।’
সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখা যাবে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন ২’-এ। ঢাকার চৌধুরী পরিবার। বনেদিয়ানা যাদের রক্তে। আজও তাদের ঠাটবাট দেখার মতো। ঢাকার উপরমহলের তাবড় তাবড় লোকদের সঙ্গে ওঠাবসা। প্রভাব প্রতিপত্তি আর অর্থ যতই আকাশছোঁয়া হোক, আজও এই পরিবার নিয়ম-নীতিতে সেকেলে। আজও এদের বাড়ির মেয়েরা শিক্ষিত হলেও ঘরের মধ্যে থাকাই তাদের অভ্যাস। অবশ্য ঢাকা শহরের অভিজাত পাড়ায় বিশাল বাড়ির মেয়েরা বন্দী এমনটা ভাবার কোনও মানে নেই।
চৌধুরী বাড়ির বর্তমান কর্তা ফাহিম আহমেদ চৌধুরী। তার এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সে আসলে বেগম ফৌজিয়া বিবির হাতের পুতুল। চৌধুরী পরিবার আর পারিবারিক ব্যবসা চলে ফৌজিয়ার ইশারাতেই। তাঁর ছেলে আফতাব ভালোবাসে অফিসের সামান্য এক কর্মচারী ইলোরাকে। ব্যাপারটা কেলেঙ্কারির দিকে এগোয় তখন আফতাবকে বিয়ে করতে বাধ্য করা হয় রূপসী নৌরিনের সঙ্গে।
যখন নিজের ছেলের উপর সব ভরসা উঠে যাচ্ছে তখন ফাহিম ও ফৌজিয়া আঁকড়ে ধরে চৌধুরী বাড়ির আরেক ছেলে আরহানকে। আরহান ফাহিমের খালাতো ভাইয়ের ছেলে। আরহান বিদেশে থেকে প্রেমে জড়ায় মনিকার সাথে। মনিকার সূত্রেই তার আলাপ হয় রণ নামে একজনের সাথে। তাঁরা সবাই দেশে ফিরে আসে। চৌধুরী বাড়ির মেয়ে আফরিনের সঙ্গে রণ’র একটা টক ঝাল সম্পর্ক তৈরি হয় প্রথম থেকেই।
সামনে আসে চৌধুরী এন্টারপ্রাইজের সলিসিটর গুলাম আর ফৌজিয়ার কলেজ জীবনের সম্পর্ক। ফৌজিয়ার তাকে প্রত্যাখ্যান, অর্থ আর ক্ষমতার লোভে ফাহিমকে বিয়ে। সেই রাগেই গুলাম চায় ফৌজিয়াকে বরবাদ করতে। স্বামীর কাছে প্রত্যাখ্যান পেতে পেতে আর নানান ঘটনার মধ্য দিয়ে শুরু হয় ফৌজিয়া ও নৌরিনের সংঘাত। সেই সংঘাতের মধ্যে দিয়ে সকলের সামনে আসবে ফাহিমের আরেক সন্তানের খবর। তখন কেমন করে বদলে যাবে ফৌজিয়া বেগমের জীবন? তারপর কি হবে? জানা যাবে, নতুন মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ -সিজন ২’-এ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫