লক্ষ্মী কাকিমা যখন সুপারস্টার
প্রায় সাড়ে চার বছর পর অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও ফিরছেন ছোট পর্দায়। সিরিয়ালের নাম ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। গল্পে অপরাজিতার নাম লক্ষ্মী, তিনিই কাকিমা আবার তিনিই সুপারস্টার। কেন সুপারস্টার, সেটার যথেষ্ট কারণ আছে। তার আগে জেনে আসা যাক লক্ষ্মীর সংসারের হালচাল।