দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে। চরিত্রটিতে কন্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনও যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কন্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুয়ে গেছে। গীতি বলেন,‘আজিযের কন্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়ে ছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুন বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অক্রত্রিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনও কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকড্রিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।’
তিনি যোগ করেন,‘যখন অন্যান্য অগ্রজ, অনুজ ও গুণী শিল্পীরা বিশেষ করে যাদের কাছে কাজ শিখেছি, তারা যখন ব্যাক্তিগতভাবে ফোনে, ম্যাসেজে বা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেছে সেটাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এক কথায় বলতে গেলে, আজিযে চরিত্রে কন্ঠদান করতে পেরে যে আত্ততৃপ্তি পেয়েছি তা আর কোন চরিত্রে কন্ঠ দিতে গিয়ে পাইনি।’
জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।
দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে। চরিত্রটিতে কন্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনও যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কন্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুয়ে গেছে। গীতি বলেন,‘আজিযের কন্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়ে ছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুন বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অক্রত্রিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনও কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকড্রিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।’
তিনি যোগ করেন,‘যখন অন্যান্য অগ্রজ, অনুজ ও গুণী শিল্পীরা বিশেষ করে যাদের কাছে কাজ শিখেছি, তারা যখন ব্যাক্তিগতভাবে ফোনে, ম্যাসেজে বা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেছে সেটাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এক কথায় বলতে গেলে, আজিযে চরিত্রে কন্ঠদান করতে পেরে যে আত্ততৃপ্তি পেয়েছি তা আর কোন চরিত্রে কন্ঠ দিতে গিয়ে পাইনি।’
জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫