আসামি ছাড়াতে টাকা নিয়ে, সেই টাকাতেই ইয়াবা কিনে মামলা
গাজীপুরের টঙ্গীতে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার কথা বলে আসামির স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি ওই টাকার একটি অংশ দিয়ে কেনা ইয়াবা দেখিয়ে ওই আসামির নামে মামলা দেন ওই এএসআই। এ এএসআইয়ের নাম মমিনুল ইসলাম।