Ajker Patrika

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৬
অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেট কারের ওপর পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চেরাগ আলী কাদেরিয়া টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন সামান্য আহত হয়েছেন।

প্রাইভেট কারের যাত্রীরা হলেন চালক মো. শামিম (৪০), তার স্ত্রী শান্তা আক্তার (৩৪), তাঁদের মেয়ে সামসাদ নাহার আনুস্কা (১৬) ও ছেলে আহনাফ হোসেন শুদ্ধ (৩.৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো গ: ৪২-৬২১৯) ঢাকার মিরপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরের এলাকার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন শামিম। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহীই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-২৩৮৭) গর্তে পড়ে উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে।

এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা সবাই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে গেলেও ট্রাক ও প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত