জিএসপি পুনর্বহাল নয়, অন্যেরটা ঠেকাতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মার্কিন বাজারে বিশেষ শুল্ক সুবিধা জিএসপির নিষেধাজ্ঞায় আর্থিকভাবে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে বাংলাদেশ জিএসপি পুনর্বহাল চায় না, বরং বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে, তাদের এ ধরনের শুল্ক সুবিধা ঠেকাতে চায় বাংলাদেশ।