ক্রেতা সেজে খাবার অর্ডার এলেই মোবাইল ছিনতাই
ক্রেতা সেজে ফুডপান্ডায় খাবার অর্ডার করেন নূর কবীর শাকিল। অর্ডার অনুযায়ী খাবার পৌঁছে দিতে আসেন ডেলিভারি বয়। তারপর ডেলিভারি বয়ের ফোনে অর্ডার এসএমএস গেছে কি না, কখন গেছে—এসব কথা বলে ফোনটা ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। এভাবেই অভিনব কৌশলে স্মার্টফোন ছিনতাই করতেন শাকিল চক্রের সদস্যরা।