Ajker Patrika

উত্তরায় টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর উত্তরায় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রিপন দাশ নামের একজন উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দেন। 

অভিযোগ থেকে জানা যায়, উত্তরার গরীবে নেওয়াজ রোডের ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে দুটি চেকে ৫ লাখ ৪০ হাজার টাকা তোলেন রিপন দাস ও রাসেল দে। পরে তারা রিকশা যোগে উত্তরা ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের সাইনিং অ্যাসোসিয়েট অফিসের কাছাকাছি যাওয়া মাত্রই এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

অভিযোগকারী রিপন দাস আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগে নিয়ে রিকশা যোগে অফিসের দিকে যাচ্ছিলাম। অফিসের কাছে ইউটার্ণ নেওয়ার সময় রিকশা স্লো করা হয়। তখন পেছন দিক থেকে একটি ফেজার ভার্সন-৩ মোটরসাইকেলে দুজন এসে আমাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছো মেরে নিয়ে যায়। ছিনতাইকারীরা মুখে মাস্ক, কালো রঙের পোশাক পরা ছিল। 

রিপন দাসের দাবি, ছিনতাইকারীরা ব্যাংক থেকে তাদের পিছু নিয়েছিল। সুযোগ বুঝে তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। 

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর পরই সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। আদৌ ছিনতাই হয়েছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে। 

তিনি বলেন, যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে কারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত