মেঘনার বালু নিচ্ছে চোরে, ভাঙনের ঝুঁকিতে হাইমচর
চাঁদপুরের হাইমচর ও বরিশালের হিজলাসংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। বালু উত্তোলনের ফলে হুমকিতে রয়েছে হাইমচরের পূর্ব পারে আলগী উত্তর, আলগী দক্ষিণ, হাইমচর ও চরভৈরবী ইউনিয়নের নদী রক্ষা বাঁধ।