চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘ভারত উপমহাদেশে অনেক ভাষাভাষী জাতি-গোষ্ঠী আছে। কিন্তু তাদের আলাদা কোনো রাষ্ট্র নেই। একমাত্র বাঙালি জাতিরই স্বাধীন রাষ্ট্র আছে। আর এটিই সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে। পৃথিবীতে অনেক জাতির পিতা আছে। কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছেন জাতির পিতাদের মধ্যে সেরা।’
আজ মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। তাঁরাই নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছেন। তাঁরা সকল স্থানের সম্মানিত। বঙ্গবন্ধুকন্যা তাঁদের সম্মানী ভাতা বাড়িয়েছেন এবং তাঁদের জন্য যা যা দরকার তা করেছেন এবং আগামীতেও করবেন।
এমপি সেলিম মাহমুদ বলেন, ‘আমার দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। মহান স্বাধীনতা সংগ্রামের পর বাঙালি জাতি যা কিছু পেয়েছে এবং যত অর্জন আছে, তা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার ৫৩ বছর আগে আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে লিখে গেছেন দেশের রূপ কী হবে, কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ও সমাজতন্ত্রকে একসঙ্গে রেখে গেছেন। ৫৩ বছর পরেও আমরা অনেকেই বুঝতে পারি না, একটি স্বাধীন রাষ্ট্রের মর্ম কী!’
অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। এতে আরও বক্তব্য দেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার আবদুল মমিন, মিয়া জাবের মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য, খোকা পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন ড. সেলিম মাহমুদ এমপি। অনুষ্ঠানে কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘ভারত উপমহাদেশে অনেক ভাষাভাষী জাতি-গোষ্ঠী আছে। কিন্তু তাদের আলাদা কোনো রাষ্ট্র নেই। একমাত্র বাঙালি জাতিরই স্বাধীন রাষ্ট্র আছে। আর এটিই সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে। পৃথিবীতে অনেক জাতির পিতা আছে। কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছেন জাতির পিতাদের মধ্যে সেরা।’
আজ মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। তাঁরাই নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছেন। তাঁরা সকল স্থানের সম্মানিত। বঙ্গবন্ধুকন্যা তাঁদের সম্মানী ভাতা বাড়িয়েছেন এবং তাঁদের জন্য যা যা দরকার তা করেছেন এবং আগামীতেও করবেন।
এমপি সেলিম মাহমুদ বলেন, ‘আমার দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। মহান স্বাধীনতা সংগ্রামের পর বাঙালি জাতি যা কিছু পেয়েছে এবং যত অর্জন আছে, তা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার ৫৩ বছর আগে আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে লিখে গেছেন দেশের রূপ কী হবে, কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ও সমাজতন্ত্রকে একসঙ্গে রেখে গেছেন। ৫৩ বছর পরেও আমরা অনেকেই বুঝতে পারি না, একটি স্বাধীন রাষ্ট্রের মর্ম কী!’
অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। এতে আরও বক্তব্য দেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার আবদুল মমিন, মিয়া জাবের মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য, খোকা পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন ড. সেলিম মাহমুদ এমপি। অনুষ্ঠানে কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে