লাইভ সংবাদে মাছি গিলে ফেললেন সাংবাদিক
সরাসরি সম্প্রচারের সময় ফারাহ নাসের পাকিস্তানে বন্যার কথা বলছিলেন। তিনি বলছিলেন, ‘আমি যে গল্পটি উপস্থাপন করছি সেটি একটি উন্নত বিশ্বের সমস্যা।’ ঠিক এরপরই তাঁকে ভ্রুকুটি করতে দেখা যায়। এরপর একটু গলা পরিষ্কার করেই উপস্থাপনায় এমনভাবে ফেরেন, যেন কিছুই হয়নি!