ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী পিআইজের শীর্ষ কমান্ডারসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড টেলিভিশন ভাষণে বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) গোষ্ঠীর এক সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক হুমকি এসেছিল। সেই হুমকির প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল সুনির্দিষ্ট ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চালিয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে পিআইজের শীর্ষ কমান্ডার তাইসির জাবারিসহ চার সন্ত্রাসী ও পাঁচ বছর বয়সী একজন মেয়ে ছিল। এ ছাড়া আহত ছিল অন্তত ৫৫ জন। তবে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেছেন, অন্তত ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে তাঁরা অনুমান করছেন।
এই হামলার পর পিআইজে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ফিলিস্তিনের জঙ্গি অবস্থানগুলো লক্ষ্য করে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে আবার হামলা শুরু করেছে।
ইরানের রাজধানী তেহরান সফরের সময় পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখালা বলেছেন, ‘আমরা এই হামলার উপযুক্ত জবাব দেব এবং একটি লড়াই হবে যাতে আমাদের জনগণ জিতবে।’
এদিকে গাজা উপত্যকা শাসনকারী হামাস বলেছে, সশস্ত্র দলগুলো সংঘবদ্ধ এবং তারা চুপ করে বসে থাকবে না।
উল্লেখ্য, গত সোমবার রাতে পশ্চিম তীরে পিআইজের প্রধান বাসেম সাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের জেনিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর পিআইজে ইসরায়েলকে ‘হুমকি দিয়েছিল’ বলে দাবি করেছে ইসরায়েল এবং তার প্রতিক্রিয়া হিসেবে গাজায় অভিযান চালিয়েছে।
পিআইজে একটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এদের সদর দপ্তর সিরিয়ার দামেস্কে। পিআইজে মাঝে মাঝেই রকেট হামলা চালায় বলে অভিযোগ করেছে ইসরায়েল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী পিআইজের শীর্ষ কমান্ডারসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড টেলিভিশন ভাষণে বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) গোষ্ঠীর এক সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক হুমকি এসেছিল। সেই হুমকির প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল সুনির্দিষ্ট ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চালিয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে পিআইজের শীর্ষ কমান্ডার তাইসির জাবারিসহ চার সন্ত্রাসী ও পাঁচ বছর বয়সী একজন মেয়ে ছিল। এ ছাড়া আহত ছিল অন্তত ৫৫ জন। তবে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেছেন, অন্তত ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে তাঁরা অনুমান করছেন।
এই হামলার পর পিআইজে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ফিলিস্তিনের জঙ্গি অবস্থানগুলো লক্ষ্য করে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে আবার হামলা শুরু করেছে।
ইরানের রাজধানী তেহরান সফরের সময় পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখালা বলেছেন, ‘আমরা এই হামলার উপযুক্ত জবাব দেব এবং একটি লড়াই হবে যাতে আমাদের জনগণ জিতবে।’
এদিকে গাজা উপত্যকা শাসনকারী হামাস বলেছে, সশস্ত্র দলগুলো সংঘবদ্ধ এবং তারা চুপ করে বসে থাকবে না।
উল্লেখ্য, গত সোমবার রাতে পশ্চিম তীরে পিআইজের প্রধান বাসেম সাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের জেনিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর পিআইজে ইসরায়েলকে ‘হুমকি দিয়েছিল’ বলে দাবি করেছে ইসরায়েল এবং তার প্রতিক্রিয়া হিসেবে গাজায় অভিযান চালিয়েছে।
পিআইজে একটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এদের সদর দপ্তর সিরিয়ার দামেস্কে। পিআইজে মাঝে মাঝেই রকেট হামলা চালায় বলে অভিযোগ করেছে ইসরায়েল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫