বিদায়ের বিউগল বাজছে তাঁদের মনে
মনে করুন, শত বছর আগে ইউরোপের কোনো জনাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পলক ফেলতেই দেখতে পেলেন রেস্তোরাঁয় বসে আছেন পাবলো পিকাসো। আরেকটু পর দেখলেন গোঁফ পাকিয়ে এগিয়ে আসছেন সালভাদর দালি। উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’ যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এমন দৃশ্যের সঙ্গে বেশ পরিচিত।