সিটির মাঠে বড় পরাজয়ের দিনে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ। তারপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। রোনালদোকে মাঠে না নামানোর ব্যাখ্যাও দিতে হয়েছে টেন হাগকে। ব্যাখ্যায় ইউনাইটেড কোচ বলেছেন, ‘ক্রিস্টিয়ানোকে নামানো হয়নি তার প্রতি ও তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে। আরেকটা সুবিধা নিতে চেয়েছি, অ্যান্থনি মার্শালের মাঠে সময় কাটানোর প্রয়োজন ছিল। সে নেমে দুটি গোল করেছে।’
অবশ্য টেন হাগের এই ব্যাখ্যা গ্রহণ করেননি রোনালদো ভক্তরা। তাদের আশা ম্যাচে রোনালদো থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এমন পরিস্থিতির মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে জানুয়ারিতে উপযুক্ত প্রস্তাব পেলে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ বিষয়ক এক সংবাদ প্রকাশ করেছে। তাতে দাবি করেছে জানুয়ারির দলবদলে উপযুক্ত প্রস্তাব পেলে রোনালদোকে ছেড়ে দিতে চায় ক্লাব। তবে এ বিষয়ে অফিশিয়াল কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
৩৭ বছর বয়সী সিআর সেভেনের দলবদলের গুঞ্জন নিয়ে পুরো সামার ট্রান্সফারই মুখরিত ছিলো। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়ায় আর ক্লাব ত্যাগ করা হয়নি। তবে এবার হবে কী না তা সময়ই বলে দেবে। চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি সিআর সেভেন। ইউরোপা লিগে অবশ্য দুই ম্যাচ খেলে একটি গোল করেছেন ছয়বারের ব্যালন ডি অর বিজয়ী।
সিটির মাঠে বড় পরাজয়ের দিনে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ। তারপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। রোনালদোকে মাঠে না নামানোর ব্যাখ্যাও দিতে হয়েছে টেন হাগকে। ব্যাখ্যায় ইউনাইটেড কোচ বলেছেন, ‘ক্রিস্টিয়ানোকে নামানো হয়নি তার প্রতি ও তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে। আরেকটা সুবিধা নিতে চেয়েছি, অ্যান্থনি মার্শালের মাঠে সময় কাটানোর প্রয়োজন ছিল। সে নেমে দুটি গোল করেছে।’
অবশ্য টেন হাগের এই ব্যাখ্যা গ্রহণ করেননি রোনালদো ভক্তরা। তাদের আশা ম্যাচে রোনালদো থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এমন পরিস্থিতির মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে জানুয়ারিতে উপযুক্ত প্রস্তাব পেলে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ বিষয়ক এক সংবাদ প্রকাশ করেছে। তাতে দাবি করেছে জানুয়ারির দলবদলে উপযুক্ত প্রস্তাব পেলে রোনালদোকে ছেড়ে দিতে চায় ক্লাব। তবে এ বিষয়ে অফিশিয়াল কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
৩৭ বছর বয়সী সিআর সেভেনের দলবদলের গুঞ্জন নিয়ে পুরো সামার ট্রান্সফারই মুখরিত ছিলো। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়ায় আর ক্লাব ত্যাগ করা হয়নি। তবে এবার হবে কী না তা সময়ই বলে দেবে। চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি সিআর সেভেন। ইউরোপা লিগে অবশ্য দুই ম্যাচ খেলে একটি গোল করেছেন ছয়বারের ব্যালন ডি অর বিজয়ী।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫