ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াই লিটনদের
দলের খারাপ সময়ে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় অধিনায়ককে। নিজে ভালো খেলে অধিনায়ককেই ভালো খেলায় প্ররোচিত করতে হয় সতীর্থদের। কিন্তু এমন এক সময়ে সিরিজ রক্ষার লড়াইয়ে নামছে বাংলাদেশ, যখন না আছে অধিনায়ক ফর্মে, না ফর্মে আছে দল! টি-টোয়েন্টিতে টানা ৬ ম্যাচ হারের ধারায় বাংলাদেশ।