ক্রীড়া ডেস্ক
শান্ত ক্রিকেটার হিসেবে পরিচিতি থাকলেও শুবমান গিলকে লর্ডসে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হঠাৎই মেজাজ হারালেন তিনি। শুধু তা-ই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়কে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
গিলের হঠাৎ মেজাজ হারানোর ঘটনা ঘটে গতকাল টেস্টের তৃতীয় দিনে। ভারত প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড কেবল এক ওভার ব্যাটিং করে। অথচ তখন কমপক্ষে দুই ওভার বোলিংয়ের সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু জসপ্রীত বুমরা বোলিং করা অবস্থায় দুইবার ব্যাটিং স্টান্স থেকে সরে দাঁড়ান ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি। ইংলিশ ওপেনারের সময় নষ্ট করতে দেখে গিল যে অশ্রাব্য শব্দ উচ্চারণ করেছেন, সেটা ধরা পড়ে সম্প্রচার মাইকে।
উত্তপ্ত অবস্থায় তৃতীয় দিন শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে আসেন তাদের ‘স্কিল বিশেষজ্ঞ কোচ’ টিম সাউদি। গিলের এমন খেপে যাওয়াকে ‘দ্বিমুখী আচরণ’ বলছেন সাউদি। সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘দিনের শেষভাগে দুই দলের উত্তপ্ত মুহূর্ত দেখা সব সময়ই রোমাঞ্চকর। কিন্তু আমি বুঝতে পারছি না, কাল (দ্বিতীয় দিন) দুপুরে যখন শুবমান গিল ম্যাসাজ নিচ্ছিল, ঠিক কী নিয়ে তখন তারা অভিযোগ করছিল। দিনের শেষের দিকে সময় নষ্ট তো খেলারই অংশ।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকেন। ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে তাঁর দিকে তাকিয়ে ব্যাঙ্গাত্মকভাবে হাততালি দিচ্ছিলেন। বুমরার তাতে ওভার শেষ করতেই ৭ মিনিট লেগে গেছে। ম্যাচে যা-ই ঘটুক, সাউদি দুই দলেরই প্রশংসা করেছেন। নিউজিল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। আজ (গতকাল) যা ঘটেছে, সেটা দিনের শেষে নিজেদের শক্তিমত্তা দেখানো হয়েছে। টানা তিন দিন খেলা হয়েছে। দুই দলের পক্ষ থেকে এমন কিছু দেখে ভালো লেগেছে।’
টেস্টে দিনের শেষভাগে এক–দুই ওভারের জন্য ব্যাটিংয়ে নামলে ওপেনাররা কী ভাবেন, সেটা লোকেশ রাহুল ওপেনার হওয়াতে ভালো করেই জানেন। তৃতীয় দিনের শেষের ঘটনা নিয়ে রাহুল বলেন, ‘দিনের শেষভাগে যা হয়েছে, সেটা খেলারই অংশ। একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বুঝি। সেখানে কী হচ্ছিল, সবাই জানেন।’
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। একারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
শান্ত ক্রিকেটার হিসেবে পরিচিতি থাকলেও শুবমান গিলকে লর্ডসে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হঠাৎই মেজাজ হারালেন তিনি। শুধু তা-ই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়কে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
গিলের হঠাৎ মেজাজ হারানোর ঘটনা ঘটে গতকাল টেস্টের তৃতীয় দিনে। ভারত প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড কেবল এক ওভার ব্যাটিং করে। অথচ তখন কমপক্ষে দুই ওভার বোলিংয়ের সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু জসপ্রীত বুমরা বোলিং করা অবস্থায় দুইবার ব্যাটিং স্টান্স থেকে সরে দাঁড়ান ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি। ইংলিশ ওপেনারের সময় নষ্ট করতে দেখে গিল যে অশ্রাব্য শব্দ উচ্চারণ করেছেন, সেটা ধরা পড়ে সম্প্রচার মাইকে।
উত্তপ্ত অবস্থায় তৃতীয় দিন শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে আসেন তাদের ‘স্কিল বিশেষজ্ঞ কোচ’ টিম সাউদি। গিলের এমন খেপে যাওয়াকে ‘দ্বিমুখী আচরণ’ বলছেন সাউদি। সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘দিনের শেষভাগে দুই দলের উত্তপ্ত মুহূর্ত দেখা সব সময়ই রোমাঞ্চকর। কিন্তু আমি বুঝতে পারছি না, কাল (দ্বিতীয় দিন) দুপুরে যখন শুবমান গিল ম্যাসাজ নিচ্ছিল, ঠিক কী নিয়ে তখন তারা অভিযোগ করছিল। দিনের শেষের দিকে সময় নষ্ট তো খেলারই অংশ।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকেন। ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে তাঁর দিকে তাকিয়ে ব্যাঙ্গাত্মকভাবে হাততালি দিচ্ছিলেন। বুমরার তাতে ওভার শেষ করতেই ৭ মিনিট লেগে গেছে। ম্যাচে যা-ই ঘটুক, সাউদি দুই দলেরই প্রশংসা করেছেন। নিউজিল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। আজ (গতকাল) যা ঘটেছে, সেটা দিনের শেষে নিজেদের শক্তিমত্তা দেখানো হয়েছে। টানা তিন দিন খেলা হয়েছে। দুই দলের পক্ষ থেকে এমন কিছু দেখে ভালো লেগেছে।’
টেস্টে দিনের শেষভাগে এক–দুই ওভারের জন্য ব্যাটিংয়ে নামলে ওপেনাররা কী ভাবেন, সেটা লোকেশ রাহুল ওপেনার হওয়াতে ভালো করেই জানেন। তৃতীয় দিনের শেষের ঘটনা নিয়ে রাহুল বলেন, ‘দিনের শেষভাগে যা হয়েছে, সেটা খেলারই অংশ। একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বুঝি। সেখানে কী হচ্ছিল, সবাই জানেন।’
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। একারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে