শিশু হওয়াটাই যেখানে কাজ পাওয়ার যোগ্যতা
দশ বছর বয়স থেকে রাজধানীর কামরাঙ্গীরচরের জুতার কারখানায় কাজ করছে রাকিব। যে সময়টায় স্কুলে লেখাপড়া আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই সময়ে স্যাঁতসেঁতে বদ্ধ কারখানায় জুতার চামড়া কাটা, প্যানেলের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। কাজের চাপে কখন শৈশব কেটে গেছে টেরই পায়নি সে।