নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘দুই মাস ধইরা বেতন পাই না। দেনা জমতে জমতে হাজার দশেক হইছে। মুদিদোকানি পায়, বাড়িওয়ালায় পায়। ভাড়া দিতারিনা বইলা বাড়ি থিকা বাইর হইয়া যাইতে কয়। কারখানার ম্যানেজারে দেই দিমু কইয়া আর দেয় না।’
এ কথাগুলো বলছিলেন রূপগঞ্জের আউখাব এলাকার রবিনটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক মর্জিনা বেগম। আজ মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে নিজের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান করেন শ্রমিকেরা। দুই মাসের বেতন বকেয়া থাকায় ও পরিশোধ নিয়ে গড়িমসি করায় এই শ্রমিক অসন্তোষ তৈরি হয়। পরে দুই দিনের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে কর্মসূচি থেকে সড়ে যান তাঁরা।
মর্জিনার মতো মনজুর হক আরেক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন দেব দেব বইলা চারবার ঘুরাইছে। সামনে আইতাছে ঈদ। আমরা কাজ না করলে বাইর কইরা দেক, সমস্যা নাই। আরেক জায়গায় কাজ নিমু। কিন্তু কাজও করায়, আবার বেতনও দেয় না। তাইলে যামু কই?’
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় থেকে সাত হাজার শ্রমিক এখানে কর্মরত রয়েছেন। দুই মাস ধরে বেতন না দিয়ে তাঁদের ঘোরাচ্ছে মালিকপক্ষ। প্রতিশ্রুত সময়ে বেতন-ভাতা পরিশোধ না করায় মঙ্গলবার সকালে কারখানার সামনে বিক্ষোভ করতে নেমেছেন তাঁরা। যদিও বিক্ষোভ চলাকালে মালিক প্রতিনিধিরা বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা মানছিলেন না শ্রমিকেরা।
কারখানার ম্যানেজার (প্রশাসন) আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেই শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে দেওয়া হবে। শ্রমিকদের কাজে যোগদানের জন্য আমরা অনুরোধ করেছি। মূলত কিছু আর্থিক জটিলতার কারণে এই বিলম্ব হয়েছে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা আজ (মঙ্গলবার) ও আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল পাওনা পরিশোধ করে দেবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
‘দুই মাস ধইরা বেতন পাই না। দেনা জমতে জমতে হাজার দশেক হইছে। মুদিদোকানি পায়, বাড়িওয়ালায় পায়। ভাড়া দিতারিনা বইলা বাড়ি থিকা বাইর হইয়া যাইতে কয়। কারখানার ম্যানেজারে দেই দিমু কইয়া আর দেয় না।’
এ কথাগুলো বলছিলেন রূপগঞ্জের আউখাব এলাকার রবিনটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক মর্জিনা বেগম। আজ মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে নিজের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান করেন শ্রমিকেরা। দুই মাসের বেতন বকেয়া থাকায় ও পরিশোধ নিয়ে গড়িমসি করায় এই শ্রমিক অসন্তোষ তৈরি হয়। পরে দুই দিনের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে কর্মসূচি থেকে সড়ে যান তাঁরা।
মর্জিনার মতো মনজুর হক আরেক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন দেব দেব বইলা চারবার ঘুরাইছে। সামনে আইতাছে ঈদ। আমরা কাজ না করলে বাইর কইরা দেক, সমস্যা নাই। আরেক জায়গায় কাজ নিমু। কিন্তু কাজও করায়, আবার বেতনও দেয় না। তাইলে যামু কই?’
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় থেকে সাত হাজার শ্রমিক এখানে কর্মরত রয়েছেন। দুই মাস ধরে বেতন না দিয়ে তাঁদের ঘোরাচ্ছে মালিকপক্ষ। প্রতিশ্রুত সময়ে বেতন-ভাতা পরিশোধ না করায় মঙ্গলবার সকালে কারখানার সামনে বিক্ষোভ করতে নেমেছেন তাঁরা। যদিও বিক্ষোভ চলাকালে মালিক প্রতিনিধিরা বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা মানছিলেন না শ্রমিকেরা।
কারখানার ম্যানেজার (প্রশাসন) আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেই শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে দেওয়া হবে। শ্রমিকদের কাজে যোগদানের জন্য আমরা অনুরোধ করেছি। মূলত কিছু আর্থিক জটিলতার কারণে এই বিলম্ব হয়েছে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা আজ (মঙ্গলবার) ও আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল পাওনা পরিশোধ করে দেবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫