নির্বাচনী প্রচার: সতর্কবার্তা পেয়েও এমপি মনসুর বললেন ‘কৌশল আছে’
‘সতর্ক করে দিয়েছে এখন সরাসরি তো প্রচার চালানো যাবে না, দেখতে হবে কী করা যায়! অনেক কৌশল আছে। চিন্তার কোনো কারণ নেই।’ কী কৌশল জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা মুশকিল। রাজনীতি যখন করি, কৌশলের কী সীমা আছে বলেন?’ তিনি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের প্রার্থী, তাঁর পক্ষে বাহ্যিক না হলেও অন্তরে তো থাকবই। অন্তর থ