Ajker Patrika

নির্বাচনী প্রচার: সতর্কবার্তা পেয়েও এমপি মনসুর বললেন ‘কৌশল আছে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৫৩
নির্বাচনী প্রচার: সতর্কবার্তা পেয়েও এমপি মনসুর বললেন ‘কৌশল আছে’

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি না মানায় এবার রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সরকারদলীয় এমপি ডা. মুনসুর রহমানকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত এই চিঠি ডা. মুনসুর রহমানের বাসায় পৌঁছে দেওয়া হয়। এতে তাঁকে আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার চিঠির বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার দুপুরে মুনসুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টায় তাঁর বাসায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি চিঠি হাতে পেয়েছেন।

তবে এ বিষয়ে এমপি মুনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনেক কৌশল আছে। চিন্তার কোনো কারণ নেই।’

এ নিয়ে এখন কী ভাবছেন—এমন প্রশ্নে এমপি মুনসুর রহমান বলেন, ‘সতর্ক করে দিয়েছে, এখন সরাসরি তো প্রচার চালানো যাবে না, দেখতে হবে কী করা যায়! অনেক কৌশল আছে। চিন্তার কোনো কারণ নেই।’ কী কৌশল জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা মুশকিল। রাজনীতি যখন করি, কৌশলের কী সীমা আছে বলেন?’ তিনি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের প্রার্থী, তাঁর পক্ষে বাহ্যিক না হলেও অন্তরে তো থাকবই। অন্তর থেকে তো মুছে দেওয়া যাবে না।’

আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ছাড়াও চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র তিন প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীও আছেন। এই নির্বাচনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি ও সিটি মেয়রসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে তা না মেনে দলীয় প্রার্থীর নির্বাচনী সভায় অংশ নেওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও সতর্ক করে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। পরে এমপি মুনসুরকেও সতর্ক করা হলো।

চিঠি হাতে পাওয়ার আগে এমপি মুনসুর রহমান বুধবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় দলীয় প্রার্থী মীর ইকবালও উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে এক নির্বাচনী সভায় চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন এমপি ডা. মুনসুর রহমান।

বুধবার রাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মীর ইকবালকে সঙ্গে নিয়ে অংশ নেন। সেখানে তিনিও মীর ইকবালের জন্য সবার সমর্থন চান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তুলসীক্ষেত্র গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

রাজশাহীর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, ‘পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি ও ভিডিও দেখে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও এমপি ডা. মুনসুর রহমানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। আচরণবিধি অনুযায়ী যাঁরা প্রচারে অংশ নিতে পারবেন না, এমন আরও কারও বিষয় নজরে এলে তাঁকেও সতর্ক করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত