ক্যাম্পাস ছাড়বে না শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল বিক্ষোভ
শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত মানেন না। এ ছাড়া বাইরে থেকে পুলিশ এনে শিক্ষার্থীদের ওপর হামলা করানোয় তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন। তাঁরা কোনোভাবেই ক্যাম্পাস ত্যাগ করবেন না।