Ajker Patrika

জবিতে সশরীরে হবে ক্লাস-পরীক্ষা

জবি প্রতিনিধি
জবিতে সশরীরে হবে ক্লাস-পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল ক্লাস পরীক্ষা সশরীরেই চলমান থাকবে। আজ বুধবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের চলমান সকল ক্লাস এবং পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে হচ্ছে এভাবেই চলমান থাকবে। যদি করোনা রোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের জন্য তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি এখনো সম্পন্ন হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে তাদের ক্লাস শুরু হবে। 

প্রসঙ্গত, এর আগে, করোনার প্রকোপ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা-কার্যক্রম সশরীরে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত