সাজু মিয়ার পারিবারিক ব্যবসা পানের খিলিতে ইয়াবা বিক্রি
অবশেষে তারা ধরা পড়েছেন পুলিশের হাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, পানের খিলিতে বিক্রি করতেন ইয়াবা। সাধারণ খিলির দাম পাঁচ টাকা। আর সেই খিলিতে একটি ইয়াবা বড়ি থাকলে সেটির দাম হয় ৪৫০ টাকা। আর দুটি বড়ি হলে ৯০০ টাকা।